• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

গোলাবারুদ ধ্বংসের সময় বিস্ফোরণ, চার সেনা সদস্যসহ নিহত ১৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৯:১৪ পিএম
গোলাবারুদ ধ্বংসের সময় বিস্ফোরণ, চার সেনা সদস্যসহ নিহত ১৩

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে পুরনো গোলাবারুদ ধ্বংসের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সোমবারের (১২ মে) এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন সেনা কর্মকর্তাও রয়েছেন।

দেশটির প্রতিরক্ষা বাহিনীর (টিএনআই) বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা মেহের নিউজ।

মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জাভা প্রদেশের গারুত জেলার সাগারা গ্রামে বিস্ফোরণটি ঘটে। এ সময় সেনাবাহিনী পুরনো ও অকার্যকর গোলাবারুদ ধ্বংস করছিল।

টিএনআই-এর তথ্য অফিসের প্রধান মেজর জেনারেল ক্রিস্টোমেই সিয়ানতুরি জানান, ময়নাতদন্ত ও অন্যান্য প্রস্তুতির জন্য লাশগুলো উদ্ধার করে পামেউংপেউক আঞ্চলিক হাসপাতাল নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল সুরক্ষিত করা এবং দ্বিতীয় কোনো বিস্ফোরণের আশঙ্কা দূর করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্ফোরণের কারণ বিস্তারিতভাবে তদন্ত করে জানানো হবে’।

বিস্ফোরণে নিহত চারজন সেনা হলেন- কর্নেল অ্যান্টোনিয়াস হারমাওয়ান; মেজর আন্দা রোহান্দা; সেকেন্ড করপোরাল ইরি দ্বি প্রিয়ামবোডো ও ফার্স্ট প্রাইভেট আফ্রিও সেতিয়াওয়ান।

নিহতদের মধ্যে অন্য ৯ জন ছিলেন স্থানীয় বেসামরিক নাগরিক। তাদের মধ্যে- পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন- আগুস বিন কাসমিন, পিয়ান বিন ওবুর, ইইউস ইবিং বিন ইনোন, আনোয়ার বিন ইনোন, ইইউস রিজাল বিন সাইফুল্লাহ। বাকি চার জনের পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রতিরক্ষা বাহিনী জানায়, ঘটনাস্থলটি গারুত জেলার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার আওতাভুক্ত এলাকা। এখানেই মূলত নিয়মিত পুরনো গোলাবারুদ ধ্বংস করা হয়। 

এদিনই গোলাবারুদগুলো ইন্দোনেশীয় সেনাবাহিনীর পুসপালাদের গোলাবারুদ ডিপো নং ৩ থেকে আনা হয়েছিল।

Link copied!