বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। কারণ এটি ছাড়া প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়। বিজ্ঞানীদের এই তথ্যকে ভুল প্রমাণ করে দিয়েছে এক প্রাণী।
পৃথিবীতে এমন প্রাণীর খোঁজ পাওয়া গিয়েছে, যা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে।
অদ্ভুত এই প্রাণীকে খালি চোখে দেখা যায় না। কারণ এটি একটি পরজীবী। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই যা দেখা সম্ভব। যার নাম হেননেগুয়া স্যালমিনিকোলা।
২০২০ সালে তেল আবিব বিশ্ববিদ্যালয় ও অরেগন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই প্রাণীটি আবিষ্কার করেছেন। এটি পরজীবী প্রাণী। যা স্যামন মাছের কোষের ভেতর থাকে। তবে এতে মাছের কোনও ক্ষতি হয় না। মাছের প্রক্রিয়াজাত পুষ্টি খেয়েই পরজীবীটি বেঁচে থাকে। এর কোষ সংখ্যা ১০ কোটি। যা অন্যান্য প্রাণীর তুলনায় অত্যন্ত কম।
অক্সিজেন ছাড়া বেঁচে থাকা সম্ভব, সেটার প্রমাণ এই প্রাণী। প্রতিটি প্রাণীর কোষের ক্ষমতা ধরে রাখতে অক্সিজেন প্রয়োজন হয়। কিন্তু একমাত্র এই প্রাণী অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে। যা বিজ্ঞানীদের বহু বছরের ধারণাকে বদলে দিয়েছে।
জানা যায়, এক কোষী এই প্রাণীটির অক্সিজেন গ্রহণের মতো কোনও প্রত্যঙ্গ নেই। স্যামন মাছের যে অংশে এই পরজীবী বাস করে, সেখানেও কোনও অক্সিজেন থাকে না। পরজীবীটির কোনো জিনোম নেই। ফলে আলাদাভাবে অক্সিজেন তৈরি করতে হচ্ছে না। এই প্রাণীটি অনেকটা জেলিফিসের মতো দেখতে। তবে এটি জেলিফিসের প্রজাতির নয়।
গবেষকরা জানান, এই প্রাণীর দেহে এক ধরণের মাইটোকনড্রিয়া রয়েছে। এই মাইটোকনড্রিয়া এদের দেহকে শক্তি প্রদান করছে। প্রতিটি জীবের দেহে মাইটোকনড্রিয়া থাকে। তবে সেগুলি অক্সিজেন দ্বারা চালিত। প্যারাসাইটের দেহে যে মাইটোকনড্রিয়া রয়েছে তা অক্সিজেন ছাড়াই শক্তি প্রদান করছে। যার কারণে বাইরে থেকে আর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না। তাই এই প্রাণী অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে।