• ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ জ্বিলকদ, ১৪৪৪

মোংলায় কোস্ট গার্ডের আধুনিক বোট মেরামত কেন্দ্রে নতুন যুগের সূচনা


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৯:১৩ পিএম
মোংলায় কোস্ট গার্ডের আধুনিক বোট মেরামত কেন্দ্রে নতুন যুগের সূচনা

দেশের উপকূলীয় নিরাপত্তায় নতুন এক দিগন্ত সূচিত হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলা বেইসে নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৭ মে) দুপুরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বাংলাদেশ নৌবাহিনী, নৌপুলিশ, বন বিভাগ, মোংলা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এই উন্নয়ন কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।”

কোস্ট গার্ড বেইস মোংলার লেফটেন্যান্ট কমান্ডার আবিদ বিন মঞ্জুর জানান, গত ১১ জানুয়ারি এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এই স্থাপনায় ২০ মিটার দৈর্ঘ্যের নৌযান মেরামত ও ডকিংয়ের কাজ করা সম্ভব হবে।

আবিদ বিন মঞ্জুর বলেন, “এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে পশ্চিম জোনের একমাত্র কেন্দ্র, যা ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, মোংলা পোর্ট, নৌপুলিশ, বন বিভাগ ও বিআইডব্লিউটিএর নৌযানসমূহের মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Link copied!