• ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ জ্বিলকদ, ১৪৪৪

২৩ বছর পর লিগ শিরোপা ঘরে তুলল মোহামেডান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৮:১৬ পিএম
২৩ বছর পর লিগ শিরোপা ঘরে তুলল মোহামেডান

দীর্ঘ ২৩ বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলল মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

শনিবার (১৭ মে) কুমিল্লায় ফর্টিস এফসির কাছে আবাহনী ২-১ গোলে হেরে যাওয়ায় তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে সাদা-কালোদের।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ২০০৭ সালে পেশাদার যুগের সূচনা হয়। এরপর ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জিতলেও লিগ শিরোপা অধরাই ছিল মোহামেডানের। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। অর্থাৎ বাংলাদেশ পেশাদার লিগে প্রথম শিরোপা আর ঘরোয়া ফুটবল লিগে ২০০২ সালের পর এই শিরোপা জিতলো মোহামেডান। 

বর্তমানে ১৫ ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ৩৮ পয়েন্ট, যেখানে সমান ম্যাচ খেলে আবাহনী সংগ্রহ ২৮ পয়েন্ট। শেষ তিন ম্যাচে হারলেও পয়েন্ট টেবিলে মোহামেডানকে পেছনে ফেলতে পারবে না আবাহনী। তাই আজ আবাহনী হারের পর ক্লাব ভবনেই শিরোপা উৎসবে মেতে উঠেন সাদা-কালো দলের ফুটবলাররা।

Link copied!