ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আক্রমণকারী ইশতিয়াক হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ মে) ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে ইশতিয়াক হুসাইন ও তার পরিবারের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা।
এসময় বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শেষে ইশতিয়াক হুসাইনকে বাসায় আসার দাওয়াত দেন মাহফুজ আলম।
এর আগে শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় সেই শিক্ষার্থীকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বুধবার (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে যান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাত ১০টার দিকে তিনি সেখানে পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎই তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হয়। বোতলটি গিয়ে উপদেষ্টার মাথায় লাগে।