ঘোড়ার গাড়িতে করে ধান বোঝাই করে নিয়ে যাবার সময় বজ্রপাতে হাশেম আলী (১৫) নামের এক ঘোড়াগাড়ি-চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুরে মাদারগঞ্জ উপজেলার ধুলোউড়ি মন্ডলপাড়া ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।
নিহত হাশেম আলী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোয়াইল ইউনিয়নের ধারাবর্ষা এলাকার ওয়াহেদ আলীর ছেলে। তিনি পেশায় ঘোড়াগাড়ির চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে হাশেম আলীসহ ৬ জন ঘোড়ার গাড়ি দিয়ে ধান নিয়ে স্থানীয় এক কৃষকের বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা একটি আম গাছের নিচে আশ্রয় নেন। এ সময় ভয়াবহ বজ্রপাত ঘটে। আর তাতেই প্রাণ হারায় কিশোর হাশেম আলী। এ ঘটনায় অন্য ঘোড়ার গাড়ি চালকরা প্রাণে বেঁচে যায়। স্থানীয়রা হাশেম আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. রাকিবুল বলেন, “হাশেম আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।”