• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

গাজায় মায়ের গর্ভ থেকে বেঁচে যাওয়া শিশুটিও মারা গেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪, ১২:৫৩ পিএম
গাজায় মায়ের গর্ভ থেকে বেঁচে যাওয়া শিশুটিও মারা গেল
ইনকিউবেটরে শিশু সাবরিন আল-রুহ জৌদা । ২১ এপ্রিল গাজার রাফাহ হাসপাতালে। ছবি : সংগৃহীত

 গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত মায়ের গর্ভ থেকে উদ্ধার করা শিশু সাবরিন আল-রুহ জৌদা মারা গেছে।   

শুক্রবার (২৬ এপ্রিল) ফিলিস্তিন স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

এর আগে, বৃহস্পতিবার ওই শিশু মারা গেছে। তাকে তার মায়ের কবরের পাশে কবর দেওয়া হয়েছে।

২১ এপ্রিল রাফাহ হাসপাতালে সিজারিয়ান সেকশনের মাধ্যমে শিশু সাবরিন আল-সাকানিকে প্রসব করা হয়েছিল। ডাক্তাররা একটি হ্যান্ড পাম্প ব্যবহার করে ফুসফুসে বাতাস ঢুকিয়ে শিশুটিকে রক্ষা করেছিলেন।

শিশু সাবরিনের নামকরণ করা হয়েছিল তার মায়ের নামে। তার মায়ের নামও সাবরিন। ২০ এপ্রিল মধ্যরাতে যখন ইসরায়েলি দখলদার বাহিনী হামলা করে তখন সাবরিন, তার স্বামী শুকরি ও তাদের তিন বছরের মেয়ে মালাক ঘুমাচ্ছিল। এতে তার স্বামী ও মেয়ে মালাকসহ তিনি নিহত হন।

এই হামলার সময় সাবরিন সাড়ে সাত মাসের গর্ভবতী ছিলেন। উদ্ধারকর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন শিশুটি তার মায়ের গর্ভে জীবিত ছিল। তারা সাবরিনকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। শিশুটিকে জরুরি সিজারিয়ান সি-সেকশনে প্রসব করানো হয়।

জন্মের সময় শিশু সাবরিনের ওজন ছিল মাত্র ১ দশমিক ৪ কেজি। তাকে রাফা হাসপাতালের ইনকিউবেটরে আরেকটি শিশুর সঙ্গে রাখা হয়েছিল। এ সময় চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন।

শিশুটি জন্ম নেওয়ার পর তার যত্নে থাকা চিকিৎসক মোহাম্মদ সালামা বলেন, ‘এই শিশুটির এ সময় মায়ের গর্ভে থাকা উচিত ছিল। কিন্তু সে এ অধিকার থেকে বঞ্চিত হয়েছে।’

সূত্র : বিবিসি 

Link copied!