• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

‘চেষ্টা করছি কিন্তু হচ্ছে না’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৪, ০৮:৪১ পিএম
‘চেষ্টা করছি কিন্তু হচ্ছে না’
লিটন দাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস মাত্র কিছুদিন আগেও ছিলেন দারুণ ফর্মে। হঠাৎ করেই সেই ফর্ম উধাও, এখন রানই পাচ্ছেন না লিটন।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিনটি টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তিন ম্যাচের একটিতেও ভালো করেননি লিটন।

তিন ম্যাচে ৮৩ স্ট্রাইক রেটে লিটন করেন স্রেফ ৩৬ রান। প্রথম ম্যাচে ১, দ্বিতীয় ম্যাচে ২৩ এবং তৃতীয় ম্যাচে ১২ রান করেন। এখন নিজের ব্যাটিং নিয়েই চিন্তিত তিনি। 

টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে লিটন বলেন, ‘চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। পরিশ্রম করছি, এমন না যে অনুশীলন করছি না। অনেক সময় আপনি পরিশ্রম করবেন, চেষ্টা করবেন, কিন্তু এটা ক্রিকেট তো, এমন হতেই পারে। অবশ্যই আমার ভালো করা উচিৎ, দেখা যাক আরো দুটি ম্যাচ আছে।’

গণামধ্যমের রিপোর্ট থেকে জানা যায়, অনুশীলনে খুব একটা দেখা যায় না এই ব্যাটারকে।

তিনি এই প্রসঙ্গে বলেন, ‘সংবাদ মাধ্যমকে আমার পক্ষ থেকে কিছু বলার নেই। যদি হোটেলে থাকা উন্নতির অংশ হয় তবে আমি সেটাই করব। আসলে মানুষ সবসময় ফলাফল আশা করে। আপনি যখন রেজাল্ট দিবেন, তখন আপনি যদি টানা পাঁচ দিন অনুশীলন নাও করেন, তাও ভালো। আবার আপনি যদি টানা অনুশীলন করে ব্যর্থ হন তবে মানুষ ভাববে এটা খারাপ।’

মঙ্গলবার মুজারাবানির করা তিন স্কুপের ব্যখ্যায় লিটন বলেন, ‘আমার কাছে ওই সময় মনে হয়েছে এটাই আমার কাছে আইডিয়াল। এজন্যই আমি এটা চেষ্টা করেছি। এটা ব্যাটে লেগে স্টাম্পে লেগেছে, পাশ দিয়ে চলে গেলে আমি বাউন্ডারি পেয়ে যেতাম। এটা ক্রিকেটের একটা অংশ। আমি চেষ্টা করে যাচ্ছি দেখা যাক।’

Link copied!