• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৪, ০৯:২৬ পিএম
নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড
ছবি: প্রতীকী

নিজেদের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। আর সেটা নিশ্চিত হলো মঙ্গলবার।

আগামী ৩ অক্টোবর বিশ্বকাপের পর্দা উঠবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। ম্যাচটি শুরু হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকাল তিনটায়। একই ভেন্যুতে দিনের আরেক ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

মঙ্গলবার আবুধাবিতে বাছাইপর্বের ফাইনালে স্কটল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা। এই হারের মাধ্যমে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ করা হয়। ফাইনালে চামারি আতাপাত্তুর শতকে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে লঙ্কানরা। ১৩ চার ও ৪ ছক্কায় ৬৩ বলে ১০২ রান করেন আতাপাত্তু। রান তাড়ায় নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১০১ রানে থামে স্কটিশরা।

স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপে থাকছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। অন্যদিকে শ্রীলঙ্কার ‘এ’ গ্রুপে আরও রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

Link copied!