• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

পুতিন শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন: ন্যাটো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২, ০২:৫৩ পিএম
পুতিন শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন: ন্যাটো

ইউক্রেনে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন পুতিন। সেই লক্ষ্যে দেশটির বিদ্যুৎ সঞ্চালন লাইন, জ্বালানি অবকাঠামো আর জরুরি পরিষেবায় রাশিয়ার হামলা অব্যাহত থাকতে পারে বলে মন্তব্য করেছেন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ। 

রয়টার্স জানায়, সামরিক জোট ন্যাটোর মহাসচিব সোমবার (২৮ নভেম্বর) এসব কথা বলেন। তিনি বলেন, “শীত আসছে। আর একে ইউক্রেনের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন পুতিন।”

রুমানিয়ার রাজধানী বুখারেস্টে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠকের আগের এক সংবাদ সম্মেলনের এ মন্তব্য করেন জেনস।

রাশিয়ার হামলায় কঠিন সময় পার করতে যাচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষ। তাদের দুর্ভোগ কিছুটা হলেও কমানোর উদ্দেশ্যে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলো। তারা ইউক্রেনে বৈদ্যুতিক জেনারেটর, গরম কাপড় ও খাদ্যসহায়তার প্রতিশ্রুতি দেন। তারা আশা করছেন, এই সহায়তার ফলে ইউক্রেনীয়রা সবচেয়ে বেশি শীতের মাসগুলোতে একটু হলেও নিরাপত্তা পাবে। 

জ্বালানি নিরাপত্তাকে অস্ত্র হিসেবে ব্যবহারের এই পদক্ষেপকে রাশিয়ার জন্য লজ্জাজনক বলে অভিহিত করেছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী উরমাস রেইনসালু। 

প্রায় ১০ মাস ধরে ইউক্রেনে চলমান রাশিয়ার বিশেষ সামরিক অভিযান তথা আগ্রাসনে ইউক্রেনের প্রায় ৪০ শতাংশ জ্বালানি  অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে এসব অবকাঠামোতে আক্রমণ জোরদার করেছে দেশটি। ফলে মাইনাস ২০ ডিগ্রি ছাড়িয়ে যায়, এমন শীতে হুমকির মুখে পড়বে লাখ লাখ সাধারণ মানুষের জীবন।

Link copied!