• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

থাই মন্দিরে ধরা পড়লেন মাদকাসক্ত বৌদ্ধভিক্ষুরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ০২:৪৭ পিএম
থাই মন্দিরে ধরা পড়লেন মাদকাসক্ত বৌদ্ধভিক্ষুরা

থাইল্যান্ডের একটি বৌদ্ধমন্দিরে ভিক্ষুদের ইউরিন টেস্ট করে মাদকের উপস্থিতি পেয়েছে পুলিশ। এরপর তাদের পুনর্বাসনের জন্য পাঠানো হয়েছে ক্লিনিকে। ভিক্ষু না থাকায় জনশূণ্য হয়ে পড়েছে মন্দিরটি, আসছেন না দর্শনার্থীরাও।

বিবিসি জানায়, মঙ্গলবার (২৯ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলের ফেচাবুন প্রদেশের একটি বৌদ্ধমন্দিরের মঠাধ্যক্ষসহ চারজন ভিক্ষুর শরীরে মেথামফেটামিনের অস্তিত্ব পাওয়া গেছে।

মাদকটি পাচারের জন্য থাইল্যান্ড একটি বড় ট্রানজিট পয়েন্ট। বিশ্বের সবচেয়ে বড় মেথামফেটামিন উৎপাদক মিয়ানমার থেকে লাওস হয়ে মাদকটি থাইল্যান্ডে প্রবেশ করে।

সোমবার (২৮ নভেম্বর) ওই মন্দিরে ইউরিন টেস্টের ব্যবস্থা করে পুলিশ। মন্দিরের চারজন ভিক্ষুর সবাই এতে ফেল করলে তাদেরকে সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

তবে, ঠিক কী কারণে এই মন্দিরটি পুলিশের নজরে আসে তা জানায়নি তারা।

শিশুদের ডে কেয়ার সেন্টারে সাবেক এক মাদকাসক্ত পুলিশ কর্মকর্তার হামলায় ৩৭ শিশু নিহত হওয়ার পর থাইল্যান্ড জুড়ে মাদক বিরোধী কঠোর অভিযান শুরু হয়।

স্থানীয় কর্মকর্তা বুনলার্ট থিনতাপাই জানান, মন্দিরটিতে বর্তমানে কোনও ভিক্ষু নেই। ফলে পুণ্য অর্জন করা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন আশেপাশের গ্রামের বাসিন্দারা। বৌদ্ধ ধর্মবিশ্বাস অনুযায়ী, ভালো কাজ করার মাধ্যমে পুণ্য অর্জন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা, যা তাদেরকে নিরাপত্তা দেয়। ভিক্ষুদের খাবার দেয়া এই পুণ্য অর্জনের একটি উপায়।

থিনতাপাই জানান, এ ব্যাপারে স্থানীয় মঠ প্রধানের সহায়তা চাওয়া হয়েছে। পুণ্যার্থীদের উদ্বেগ দূর করতে মন্দিরটিতে কয়েকজন নতুন ভিক্ষু নিয়োগ করার আশ্বাস দিয়েছেন তিনি।

Link copied!