আসন্ন রমজান উপলক্ষে ৫০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে অ্যামাজন। ১১ থেকে ২১ মার্চ পর্যন্ত দুবাইয়ে এ ছাড় প্রযোজ্য হবে। অ্যারাবিয়ান বিজনেস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সব ধরনের গ্রাহকদের জন্য ১২ মার্চ এ অফার শুরু হবে। ১১ মার্চ প্রাইম মেম্বারদের জন্য চালু হবে এ অফার। দুবাইয়ের প্রাইম সদস্যরা ফ্রেশ গ্রোসারি বিভাগ থেকে এই সুবিধাটি উপভোগ করতে পারবেন।
অ্যামাজনের জিসিসি রিটেইল ডিরেক্টর স্টেফানো মার্তিনেল্লি জানান, এ অঞ্চলে বছরের সবচেয়ে আনন্দের ও তাৎপর্যপূর্ণ সময় হচ্ছে রমজান। গ্রাহকরা যাতে রমজানের প্রস্তুতি নিতে পারে, সেজন্য এ অফার নিয়ে হাজির হচ্ছি।  গুরুত্বপূর্ণ এ মাসে এমিরেটস রেড ক্রিসেন্ট ও ইউনিলিভারের সঙ্গে সহযোগিতায় নামতে পেরে আমরা কৃতজ্ঞ।
রোজার প্রথম দিন থেকে ‘গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি’ নামে একটি উইশলিস্ট চালু করতে যাচ্ছে অ্যামাজন। এর মাধ্যমে প্রয়োজনীয় জিনিস ক্রয় করে এমিরেটস রেড ক্রিসেন্টের মাধ্যমে প্রয়োজনীয় পণ্যসামগ্রী দান করতে পারবে ক্রেতারা।
এছাড়া অ্যামাজন ডট আরবআমিরাত বিভাগের আওতায় সংযুক্ত আরব আমিরাতের গ্রাহকদের পাশাপাশি বাহরাইন, ওমান এবং কুয়েতের গ্রাহকদের জন্যও বেশ কিছু সুবিধা রাখা হয়েছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    





































