• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

মাজারে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রাক খাদে পড়ে নিহত ১৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৪, ০২:৪৮ পিএম
মাজারে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রাক খাদে পড়ে নিহত ১৭
যাত্রীবাহী ট্রাক উলটে খাদে পড়ে যায়। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে শাহ নুরানি মাজারে যাওয়ার পথে একটি যাত্রীবাহী ট্রাক উলটে খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

তথ্যটি নিশ্চিত করেছেন বেলুচিস্তানের সাকরো অঞ্চলের সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা ওয়াজিদ আলি।

ওয়াজিদ আলি বলেন, “এই দুর্ঘটনা আহত ট্রাকচালক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সড়কের একটি তীক্ষ্ণ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। বাসটি জেয়ারতকারীদের নিয়ে ঠাট্টা জেলা থেকে হাব জেলা হয়ে খুজদার জেলায় অবস্থিত শাহ নূরানির মাজারে যাচ্ছিল।”

ওই পুলিশ কর্মকর্তা বলেন, “মাকলির কাসিম জোখিও গ্রাম থেকে ৭০ জনেরও বেশি লোক জিয়ারতের উদ্দেশে রওনা হয়েছিলেন। নিহতদের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে।

এদিকে, দুর্ঘটনায় শোক প্রকাশ ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

Link copied!