• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

ইরানের অগ্নি উৎসবে নিহত ১১, আহত কয়েক হাজার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ০৬:০৪ পিএম
ইরানের অগ্নি উৎসবে নিহত ১১, আহত কয়েক হাজার

ইরানের ঐতিহ্যবাহী অগ্নি উৎসব উদযাপনের সময় ১১ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ৩ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, ফার্সি ভাষায় চাহারশানবে সুরি নামের ওই অগ্নি উৎসব প্রত্যেক বছর ইরানি ক্যালেন্ডার বর্ষের শেষ মঙ্গলবার রাতে পালন করা হয়। যা এই বছর আগামী ২০ মার্চ শেষ হবে। উৎসব চলাকালীন অংশগ্রহণকারীরা নিজেদের শুদ্ধ করতে এবং অশুভ আত্মা তাড়ানোর জন্য কয়লার আগুনে ঝাঁপিয়ে পড়েন।

দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াদফার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে চাহারশানবে সুরি উদযাপনের সময় অগ্নিকাণ্ডে মোট ২৬ জন নিহত হয়েছেন। এই উৎসব শুরুর পর একদিনেই মারা গেছেন কমপক্ষে ১১ জন। আহত হয়েছেন আরও ৩ হাজার ৫৫০ জন মানুষ।

উৎসব চলাকালীন অংশগ্রহণকারীরা নিজেদের শুদ্ধ করতে এবং অশুভ আত্মা তাড়ানোর জন্য কয়লার আগুনে ঝাঁপিয়ে ‘আমি তোমাকে আমার হলুদ রঙ (রোগ নির্দেশক রঙ) দিই’ এবং ‘আমি তোমার লাল রঙ (জীবনের প্রতীক) ধারণ করি’ স্লোগান দেন।

Link copied!