• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

এই সময় চোখের সংক্রমণ এড়াতে কী করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৪:২০ পিএম
এই সময় চোখের সংক্রমণ এড়াতে কী করবেন

ঋতু পরিবর্তনের এই সময়টাতে নানা কারণে চোখে সংক্রমণ হতে পারে। চোখ মানবদেহের খুব সংবেদনশীল অংশ। সংক্রমণ হলে চোখ লাল হয়ে যাওয়া, চুলকানি, জ্বালাভাব, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, বাতাসে থাকা ধুলোকণা, পরাগরেণু, দূষণ, আবহাওয়ার পরিস্থিতি চোখে সংক্রমণ হওয়ার অন্যতম কারণ। এমন অবস্থায় করণীয় কী চলুন জেনে নেওয়া যাক-

  • চোখে চুলকানি ভাব দেখা দিলে হাত দিয়ে চোখ কচলাবেন না। এতে চোখের ক্ষতি হয়। হাতে থাকা জীবাণু প্রবেশ করারও সুযোগ থাকে।
  • চোখে হাত দেওয়ার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নেওয়া প্রয়োজন।
  • বাইরে বেরোলে সানগ্লাস ব্যবহার করুন। এতে সূর্যের অতি বেগুনি রশ্মি এবং দূষণ থেকে চোখ রক্ষা পাবে। 
  • ঘরবাড়ি পরিষ্কার রাখবেন। তা না হলে ধূলা থেকে চোখে সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে।
  • চোখে কোনো অস্বস্তি হলে চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও ঠান্ডা জিনিস দিয়ে চোখে সেঁক দিতে পারেন।

মনে রাখবেন, খুব অল্পতেই চোখে সংক্রমণ হতে পারে। তাই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

Link copied!