শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। সোমবার (১৪ জুলাই) আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে ১৭৭ কিলোমিটার পশ্চিমে ৮০ কিলোমিটার (৫০ মাইল) গভীরে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এতে সুনামির কোনো হুমকি নেই।
ইন্দোনেশিয়া ‘রিং অফ ফায়ার’ বা আগুনের বলয়ে অবস্থিত, যা একটি ভূমিকম্প এবং আগ্নেয়গিরি প্রবণ এলাকা। এই অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে।