• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৬

‘পাগলের বেশে’ ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৩:৩৫ পিএম
‘পাগলের বেশে’ ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বরিশালের বাকেরগঞ্জে ঘরে ঢুকে সত্তার হাওলাদার (৬৮) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধালমৌ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সত্তার হাওলাদার ওই গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।

নিহতের স্ত্রী নাসিমা বেগম জানান, এক যুবক পাগলের ছদ্মবেশে ঘরে ঢুকে হঠাৎ করে ধারাল ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে স্বামী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পলাশ হাওলাদার বলেন, “রোগীকে আনার পর আমরা ইসিজি করে দেখি, তিনি আর জীবিত নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।”

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। হত্যার মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Link copied!