• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

ফেল করায় পৃথিবীকে বিদায় বলে দিল লাবণ্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৭:০৯ পিএম
ফেল করায় পৃথিবীকে বিদায় বলে দিল লাবণ্য
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করে  লাবণ্য আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নিজ ঘরে আত্মহত্যা করে সে। নিহত লাবণ্য উপজেলার নুরপুর গ্রামের আশরাফুল আলমের মেয়ে। সে পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির একটি কক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। সে সময় তার মা-বাবা বাড়ির আঙিনায় ছিলেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা লাবণ্যকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, “আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ সময় পরিার ও স্থানীয়দের বরাতে তিনি জানান,আজ প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে তিনি একটি বিষয় ফেল করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে লাবণ্য। এর পরেই এ ঘটনা ঘটান।”

Link copied!