• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

এক কারণেই ফলাফলে ভরাডুবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৬:১৮ পিএম
এক কারণেই ফলাফলে ভরাডুবি
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার (১০ জুলাই)। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী। এবার গত বছরের থেকে পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে।

এ বছর সব বোর্ডেই গণিতে পাস আশঙ্কাজনক হারে কমেছে। বিশ্লেষণে দেখা গেছে, অন্যান্য বিষয়ের তুলনায় গণিতে বেশিসংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি। এ কারণে সব শিক্ষা বোর্ডে গণিত বিষয়ে ভরাডুবি ঘটেছে। এদিন ফল প্রকাশের পর বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

১১টি বোর্ডের বিভিন্ন বিষয়ের পরিসংখ্যান অনুযায়ী এবার সবচেয়ে ভালো ফল হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে। এ বোর্ডে গণিতে পাসের হার ৮৮ দশমিক ৭২ শতাংশ, যা অন্য সব বোর্ডের তুলনায় খানিকটা ভালো। কিন্তু বাকি সব বোর্ডের ফল বেশ হতাশাজনক।

ঢাকা শিক্ষা বোর্ডে গণিতে পাসের হার ৭৫ দশমিক ১৪ শতাংশ শিক্ষার্থী। রাজশাহী বোর্ডে কিছুটা অবশ্য ভালো, এ বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৫২ শতাংশ। তুলনামূলক যশোর বোর্ডও ভালো করেছে। এ বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ০২ শতাংশ।

কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের ফলাফল বেশ খারাপ। কুমিল্লা বোর্ডে গণিত বিষয়ে পাসের হার ৭২ দশমিক ০১ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭১ দশমিক ৩৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার মাত্র ৬৪ দশমিক ২৭ শতাংশ।

এদিকে বরিশাল বোর্ডে পাসের হার আরও কম, মাত্র ৬৪ দশমিক ৬২ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে গণিত বিষয়ে পাসের হার ৮১ দশমিক ৫৩ শতাংশ। এ বোর্ডের গণিত বিষয়ের ফল তুলনামূলক ভালো হলেও তা আশানুরূপ নয়। সিলেট বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ১৭ শতাংশ।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডেও গণিত বিষয়ে পাসের হার কাম। এ বোর্ডে ৭৯ দশমিক ৭৩ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

গণিত বিষয়ে পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ার ব্যাপারে সংশ্লিষ্টরা মনে করছেন, গণিত বিষয়টিকে শিক্ষার্থীরা এখনো ভয় হিসেবে দেখেন। পাশাপাশি স্কুলে গণিত শিক্ষকের সংকট, মানসম্মত পাঠদানের অভাব ও পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না থাকার কারণে ফলাফল খারাপ হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের মধ্যে গাণিতিক ধারণার দুর্বলতা, অনুশীলনমূলক প্রশ্নে অনভ্যস্ততা ও পাঠ্যবই নির্ভর না হয়ে কোচিং ও গাইড নির্ভরতার কারণে গণিত বিষয়ে খারাপ করছে তারা।

Link copied!