• ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

৩২০ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০৫:৪৯ পিএম
৩২০ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫
ছবি : সংগৃহীত

এসএসসিতে শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। রাজধানীসহ দেশের নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে এমন সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল ঘোষণার পর থেকেই বিদ্যালয়ে আসতে শুরু করে ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা। এ সময় অভিভাবকদের হাসিমাখা মুখ রীতিমতো উৎসব মুখরিত করে তোলে বিদ্যালয় প্রাঙ্গণ।

বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে নাসিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস (এনকেএম) থেকে ৩২০ জন শিক্ষার্থী অংশ নেওয়া সব শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। ফলে নরসিংদীর এই বিদ্যালয়টি জেলার গণ্ডি পেরিয়ে সারা দেশের সেরা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে। এতে উল্লসিত বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা। 

এদিকে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক সাফল্য অর্জন করায় সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ জানিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান জানিয়েছেন নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রম করলে দেশের যেকোনো প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে সক্ষম। শিক্ষকেরাও তাদের পরিশ্রমের ফল পেয়ে আবেগাপ্লুত।

Link copied!