• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৬

ইসরায়েলের হামলা, যেভাবে রক্ষা পেলেন ইরানের প্রেসিডেন্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৪:৩৯ পিএম
ইসরায়েলের হামলা, যেভাবে রক্ষা পেলেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানফাইল ছবি: রয়টার্স

১২ দিনের ইরান ও ইসরায়েলের সংঘাতের সময় বিমান হামলা হয়েছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ওপরও। হামলায় প্রাণে বাঁচলেও আহত হন তিনি। তেহরানের অভিযোগ, প্রেসিডেন্টকে হত্যা করার জন্য এ হামলা চালানো হয়েছিল।

ঘটনাটি গত ১৫ জুনের। ইরানের একজন সরকারি কর্মকর্তা জানান, সংঘাত চলাকালে রাজধানী তেহরানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সেখানেই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

নাম প্রকাশ না করার শর্তে ওই সরকারি কর্মকর্তা জানান, ইরান সরকারের তিন বিভাগের শীর্ষ নেতাদের হত্যার জন্য ওই হামলা চালিয়েছিল ইসরায়েল। ইরানের সরকারব্যবস্থাকে উৎখাত করা ছিল হামলার উদ্দেশ্য। আল-জাজিরাকে তিনি আরও বলেন, এ জন্য ইসরায়েলকে খেসারত দিতে হবে।

ওই দিন তেহরানে সরকারের নির্বাহী, আইন ও বিচার বিভাগের প্রধানসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। দুপুরের আগে আগে বৈঠক চলার সময় হামলার ঘটনা ঘটে।

ইরানের আধা সরকারি ফার্স সংবাদমাধ্যম ১২ দিনের সংঘাত চলাকালে ঘটে যাওয়া ওই হত্যাচেষ্টা সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে। ইরানের প্রেসিডেন্টও প্রথমবারের মতো গত সোমবার এক সাক্ষাৎকারে হামলার বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

ইসরায়েলি হামলার পর একটি জরুরি নির্গমন পথ ব্যবহার করে প্রেসিডেন্ট পেজেশকিয়ানসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভবনটি থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। বের হওয়ার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পায়ে ‘সামান্য’ চোট লাগে বলেও জানা গেছে।

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলের একটি সরকারি স্থাপনার নিচতলায় জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের ওই বৈঠক চলছিল। ভবনটির প্রবেশমুখ আর বের হওয়ার পথে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্য দিয়ে ভবনটি থেকে পালানোর পথ বন্ধ এবং বাতাস চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়।

ক্ষেপণাস্ত্র হামলার পরপর ওই ভবনে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আগে থেকে ঠিক করে রাখা একটি জরুরি নির্গমন পথ ব্যবহার করে প্রেসিডেন্ট পেজেশকিয়ানসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভবনটি থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। বের হওয়ার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পায়ে ‘সামান্য’ চোট লাগে বলেও জানা গেছে।

ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান গত সপ্তাহে মার্কিন রক্ষণশীল উপস্থাপক টাকার কার্লসনকে একটি সাক্ষাৎকার দেন। এতে তিনি বলেন, সংঘাতের সময় ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল ঠিকই, তবে সফল হতে পারেনি।

‘যুক্তরাষ্ট্র আমার প্রাণনাশের চেষ্টা করেনি, এটা ছিল ইসরায়েলের কাজ। আমি তখন একটি বৈঠকে ছিলাম…যেখানে আমরা বৈঠক করছিলাম, তারা সেখানে বোমাবর্ষণের চেষ্টা করেছিল’ বলেন পেজেশকিয়ান।

Link copied!