• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আমলকীর জাদুকরি কিছু উপকারিতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৩:২২ পিএম
আমলকীর জাদুকরি কিছু উপকারিতা

অন্যান্য মৌসুমি ফলের মতো আমলকীও জনপ্রিয় একটি মৌসুমি ফল। আমলকীকে আয়ুর্বেদে অমৃত ফল বলা হয়। ভিটামিন সি ছাড়া আমলকীতে অধিক পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, কার্বোহাইড্রেট, ফাইবার ও মূত্রবর্ধক অ্যাসিড পাওয়া যায়। আমলকী শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ওষুধ হিসেবে কাজ করে। তাহলে চলুন আমলকীর কিছু উপকারিতা জেনে নেওয়া যাক।

  • আমলকীর রস, মধু ও ছোট গোলমরিচ একসঙ্গে মিশিয়ে খেলে বমি বন্ধ হয়।
  • স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন সকালে আমলকীর মোরব্বা খেতে পারেন।
  • রাতে এক চামচ আমলকির গুঁড়া পানির সঙ্গে খেলে কোষ্ঠকাঠিন্য থাকে না, পেট পরিষ্কার হয়ে যায়।
  • তাজা আমলকীর রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
  • আমলকীর রসে মধু মিশিয়ে খেলে পিত্তজ্বর ভালো হয়।
  • এক চামচ আমলকীর গুঁড়া পানির সঙ্গে খেলে গলাব্যথা সারে।
  • প্রতিদিন সকালে ঘি ও মিছরি মিশিয়ে আমলকীর গুঁড়া খেলে মাথাব্যথা ভালো হয়।
  • আমলকী ভাঙা হাড় ঠিক করতে সক্ষম, তাই হাড় ভেঙে গেলে আমলকী খাওয়া ভালো।
  • আমলকীর রসে চিনি মিশিয়ে পান করলে তাপজনিত হেঁচকি, বমি বমি ভাব, তৃষ্ণা ইত্যাদি দ্রুত কমে যায়।
  • আমলকী পুড়িয়ে, নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলকানি ও পিম্পলে লাগালে উপকার পাওয়া যায়।
  • আমলকী এবং নিম পাতা সমপরিমাণ সকালে ২-৪ গ্রাম মধুসহ খেলে কুষ্ঠ রোগের উপশম হয়।
Link copied!