• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক জয়ে সিরিজ ভারতের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৪, ০৭:৫০ পিএম
বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক জয়ে সিরিজ ভারতের
বাংলাদেশের উইকেট পতনে ভারতীয় ফিল্ডারদের উল্লাস । ছবি : সংগৃহীত

একমাত্র দিলারা আক্তার ছাড়া বাকি কারোরই টি- টোয়েন্টি জ্ঞান আছে কিনা সন্দেহ। ব্যাটাররা হয় টেস্ট না হয় ওয়ানডে স্টাইলে খেলেছে। ফলে যা হবার তাই হয়েছে। বাংলাদেশ নারী দল ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তৃতীয় ম্যাচে।

টানা তিন জয়ে সফরকারী ভারত পাঁচ ম্যাচের ক্রিকেট সিরিজ জিতলো। সিরিজের এখনো বাকি রয়েছে দুই ম্যাচ। 

সিরিজ বাঁচাতে বৃহস্পতিবারের ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগ্রেসদের। অথচ, ম্যাচেও ব্যাটে-বলে ছন্নছাড়া বাংলাদেশ।

সিলেট স্টেডিয়ামে টস হারা বাংলাদেশ প্রথমে ব্যাটে নেমে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান করে। জবাবে ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

ছোট লক্ষ্য তাড়ায় দুই ওপেনারই করেন ৯১ রান। ৩৮ বলে শেফালি ভার্মা করেন ৫১ রান। স্মৃতি মান্দানা ৪২ বলে ৪৭ রান করেন। তাতেই বাংলাদেশের জয়ের আশা শেষ হয়ে যায়।

বাংলাদেশের নাহিদা, রাবেয়া ও রিতু মনি ১টি করে উেইকেট পান।

এর আগে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের দিশেহারা করে দেন বাংলাদেশের দুই ওপেনার মুর্শিদা খাতুন ও দিলারা আক্তার । তারা তোলেন ৪৪ রান তবে মুর্শিদা খাতুন ১৬ বলে ৯ রানে আউট হলে ধ্বস শুরু হয় বাংলাদেশের। এরপর দিলারা ফিরেছেন ২৭ বলে ৫টি চারে ৩৯ রান করে। যা তার ক্যারিয়ার সেরা ইনিংস।

এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ধীর গতিতে ৩৬ বলে ২৮ রান করেন। ২০ বলে ১৫ রান করেছেন মোস্তারি।

 

Link copied!