• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ঢাকায় মধ্যরাতের বৃষ্টিতে স্বস্তি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৩, ২০২৪, ০২:৪১ এএম
ঢাকায় মধ্যরাতের বৃষ্টিতে স্বস্তি

মধ্যরাতের স্বস্তির বৃষ্টিতে ভিজল টানা তাপপ্রবাহে বিপর্যস্ত রাজধানী। বৃহস্পতিবার (২ মে) দিনগত রাত ১২টার পর মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় বৃষ্টি হয়।

এছাড়া রাত সোয়া ১টার পর ধানমন্ডি, এলিফেন্ট রোড, নিউমার্কেট, ফার্মগেট, কারওয়ানবাজারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ছিল কিছুটা ঝড়োহাওয়াসহ বিদ্যুতের চমক ও বজ্রপাতের শব্দ।

টানা কয়েক সপ্তাহ ধরে তাপপ্রবাহের পর বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ খানিকটা মেঘলা ছিল। বিকেলের দিকে মেঘ অনেকটা ঘন হয়ে আসে। তারপর সন্ধ্যার পর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।

পরিমাণে কম হলেও বহু প্রতীক্ষার পর এক পশলা বৃষ্টি জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে আসে। তীব্র তাপপ্রবাহে উত্তপ্ত হয়ে ওঠা বাতাস যেন শীতল হয়ে যায়। তাপমাত্রার চড়াভাব কমে আসে। অনেকেই বৃষ্টির মধ্যে নেমে আসেন রাস্তায়।

এলিফ্যান্ট রোডের বিশ্ববিদ্যালয় পড়ুয়া জুয়ায়েদ ফারহান জানান, টানা তাপপ্রবাহে মনে হচ্ছিল ঢাকায় বুঝি আর বৃষ্টির দেখা পাব না। তবে মধ্যরাতের বৃষ্টি সব হতাশার অবসান ঘটিয়েছে। তাপমাত্রা কমে গেছে। চারপাশের বাতাসেও শীতল ভাব দেখছি। 

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টি পর্যবেক্ষণ স্থাপন করা আছে আগারগাঁও ও বিমানবন্দর এলাকায়। দুই জায়গাতেই বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেছেন, রাতে ঢাকায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানানো যাচ্ছে না।

শুক্রবার (৩ মে) ঢাকায় বৃষ্টি হতে পারে কি না, সে প্রশ্নের জবাবে মনোয়ার হোসেন বলেন, শুক্রবারও ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম।

তবে মনোয়ার হোসেন বলেন, আগামী ৫–৬ মে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়বে। এতে বড় অঞ্চলজুড়ে তাপমাত্রা কমে আসবে। এসব অঞ্চলের মানুষ গরমে যে কষ্ট পাচ্ছিল, তা থেকে মুক্তি পাওয়া যাবে।

Link copied!