• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

মুক্তি পাচ্ছেন মামুনুল হক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২, ২০২৪, ১১:০৪ পিএম
মুক্তি পাচ্ছেন মামুনুল হক
মামুনুল হক। ফাইল ছবি

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বৃহস্পতিবার (২ মে) রাতেই মুক্তি পাবেন।

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে থেকে মুক্তি পাবেন এমন খবরে সেখানে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামবাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

আজিজুল হক বলেন, ‘মামুনুল হকের জামিনের সব কাগজপত্র কারাগারে পৌঁছেছে। এ সংবাদ আমরা জানি। এখন কারামুক্তির অপেক্ষায় আছেন।’

এছাড়াও তার বিভিন্ন নেতাকর্মীরা কয়েকটি ফেসবুক আইডি থেকে তার মুক্তি পাওয়ার বিষয়টি জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। পাশাপাশি লাইভ করছেন।

মামুনুল হকের বিরুদ্ধে ৪২টি মামলা ছিল। সর্বশেষ গত রবিবার খুলনা ও চট্টগ্রামের দুই মামলায় তিনি জামিন পান।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!