• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

শিল্পীদের কল্যাণে ৪ তারকার মহতি উদ্যোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৪, ০৬:৪৮ পিএম
শিল্পীদের কল্যাণে ৪ তারকার মহতি উদ্যোগ
আহসান হাবিব নাসিম, রওনক হাসান, সাজু খাদেম, ঊর্মিলা শ্রাবন্তী কর। ছবি: সংগৃহীত

অভিনয়শিল্পীদের কল্যাণে জনপ্রিয় চার তারকা শিল্পী মহতি উদ্যোগ গ্রহন করেছেন। তারা অভিনয়শিল্পী সংঘের তহবিলে ১০ লাখ টাকা প্রদান করেছেন। এ তারকারা হচ্ছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান, সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম এবং আইন ও কল্যাণ সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর।

চার তারকা তাদের পারিশ্রমিকের ১০ লাখ টাকা অভিনয়শিল্পী সংঘের কল্যাণ তহবিলে দেন। তারা প্রত্যেকে আড়াই লাখ টাকা করে পারিশ্রমিক তহবিলে জমা করেন। এজন্য অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে তাদের ধন্যবাদ জানানো হয়।

অন্যদিকে এ বিষয়ে অভিনেতা সাজু খাদেম বলেন, ২৮ ডিসেম্বর আমরা ‘তোমার চোখে বাংলাদেশ’ নামের একটি ইভেন্ট করেছিলাম। সেখান থেকে পাওয়া পারিশ্রমিক অভিনয়শিল্পী সংঘের ফান্ডে জমা করেছি।’

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!