• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

কাবিলার ‘রোকেয়া’ হয়ে ব্যাচেলর পয়েন্টে যুক্ত হচ্ছেন স্পর্শিয়া?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৮:২৭ পিএম
কাবিলার ‘রোকেয়া’ হয়ে ব্যাচেলর পয়েন্টে যুক্ত হচ্ছেন স্পর্শিয়া?

কাবিলার ‘রোকেয়া’ হয় ব্যাচেলর পয়েন্টে যুক্ত হচ্ছেন স্পর্শিয়া?

দীর্ঘ বিরতির পর জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া আবারও ফিরছেন পর্দায়। বিয়ে ও যুক্তরাষ্ট্রে বসবাসের পর যেন অভিনয় থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিলেন তিনি। তবে এবার ভক্তদের জন্য চমক—ফিরছেন দেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে।

কাজল আরেফিন অমি পরিচালিত এই সিজনে স্পর্শিয়াকে দেখা যাবে এক রহস্যময় নতুন চরিত্রে। নির্মাতা অমি জানিয়েছেন, “তার চরিত্রটি দর্শকদের জন্য বড় সারপ্রাইজ হবে। আগেই কিছু বললে মজাটা নষ্ট হয়ে যাবে।”

স্পর্শিয়া বলেন, “কয়েক বছর ধরে সিরিয়াস ধাঁচের কাজ বেশি করেছি। এবার চেয়েছিলাম কিছু মজার, রঙিন ও হালকা প্রকৃতির কাজ করতে—যাতে দর্শকের সঙ্গে আরও বেশি সংযোগ তৈরি হয়। ব্যাচেলর পয়েন্টের গল্পে সেটার সুযোগ পেয়েছি।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে তিনি মজার ভঙ্গিতে লিখেছেন, “আপনারাই বলুন—আমার চরিত্রটি কী হতে পারে?”

এই পোস্টের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে অনুমান—তিনি কি কাবিলার ‘রোকেয়া’ চরিত্রে ফিরছেন?

কাজল আরেফিন অমি বলেন, “ব্যাচেলর পয়েন্টে সাধারণত পুরুষ চরিত্রই বেশি দেখা যায়। কিন্তু দর্শকরা যেসব নারী চরিত্র দেখেছেন, সেগুলোও সমানভাবে জনপ্রিয় হয়েছে। গল্পের প্রয়োজনে এবার নতুন একজন ফিমেল চরিত্র প্রয়োজন ছিল, সেই কারণেই স্পর্শিয়াকে যুক্ত করেছি। দর্শকরা তার উপস্থিতিতে নতুন এনার্জি পাবেন।”

‘ব্যাচেলর পয়েন্ট’-এর এই সিজনে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ (কাবিলা), চাষি আলম (হাবু), তৌসিফ মাহবুব (পাশা), মারজুক রাসেল, শামীমা নাজনীন, মনিরা মিঠু, ইরফান মৃধা শিবলু, আবদুল্লাহ রানা প্রমুখ।

চ্যানেল আই ও বুম ফিলমস-এর ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে সিরিজটির পর্বগুলো। দর্শকরা এখন আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন—কাবিলা-পাশাদের ব্যাচেলর জীবনে স্পর্শিয়ার চরিত্র কী নতুন মোড় আনবে, নাকি এ আসলেই হবে এক “রোকেয়ার চমক”?

Link copied!