বলিউডে কাজের অনেক সুযোগ পেলেও শুধুমাত্র চুমুর দৃশ্য থাকার কারণে সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই অতীত ভয় ও দ্বিধার কথা অকপটে শেয়ার করেছেন এই জনপ্রিয় তারকা।
সোনম বলেন, “আমার মাথায় তখন অনেক প্রশ্ন ঘুরতো—পাঞ্জাবি দর্শক কি মেনে নেবে? যদি আমি কোনো চুমুর দৃশ্য করি, মানুষ কীভাবে নেবে? যারা আমাকে এত ভালোবাসে, তারা কী ভাববে? আমার পরিবার কি বুঝবে যে এটা সিনেমার অংশ মাত্র? এমন অসংখ্য প্রশ্ন ঘুরত মাথায়” সে কারণেই চুমুর দৃশ্য থাকা সিনেমাগুলোর প্রস্তাব তিনি গ্রহণ করেননি।
তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি পাল্টে যায় সোনমের। কয়েক বছর আগে বাবা-মায়ের সঙ্গে এ বিষয়ে কথা বলতেই সব সহজ হয়ে যায়। “তারা বলেছিল, যদি সিনেমার প্রয়োজন হয়, তাহলে কোনো সমস্যা নেই। আমি অবাক হয়েছিলাম। তখনই বুঝি, এতদিন আমি অমূলক ভয়েই ভুগছিলাম,” বলেন তিনি।
সোনম এখন মনে করেন, অনেক সময় সমাজের ভয় আমাদের কল্পনায় গড়ে ওঠে, বাস্তবে মানুষ অনেক বেশি গ্রহণযোগ্য।
বর্তমানে সোনম বাজওয়া ব্যস্ত তাঁর নতুন রোমান্টিক সিনেমা ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’-এর প্রচারে। হর্ষবর্ধন রাণের বিপরীতে দেখা যাবে তাঁকে। মিলাপ জাবেরি পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে ২১ অক্টোবর। একই দিনে প্রেক্ষাগৃহে আসছে আদিত্য সারপোতদার পরিচালিত হরর কমেডি ‘থাম্মা’, যেখানে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা ও নওয়াজউদ্দিন সিদ্দিকী।
দর্শকের সামনে এবার চুমুর ভয় ঝেড়ে ফেলা এক আত্মবিশ্বাসী সোনম বাজওয়া—প্রস্তুত বলিউডেও নিজের অবস্থান গড়ার।