• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২, ১৪ রবিউস সানি ১৪৪৭

যোগ্যতা দিয়েই এগিয়েছি, কারও প্রেমিকা হয়ে নয়: রুনা খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৭:১৬ পিএম
যোগ্যতা দিয়েই এগিয়েছি, কারও প্রেমিকা হয়ে নয়: রুনা খান

দুই দশকের বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও ওয়েব প্ল্যাটফর্মে সক্রিয় থেকে নিজের অবস্থান পোক্ত করেছেন অভিনেত্রী রুনা খান। কাজের ক্ষেত্রে সাহসী ও নিজস্ব মত প্রকাশে স্পষ্টভাষী হওয়ায়, বরাবরই আলোচনায় থাকেন তিনি। তবে সাম্প্রতিক কিছু ফ্যাশন ফটোশুট ঘিরে সামাজিক মাধ্যমে তাকে ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। এসব নিয়েই কালের কণ্ঠ-এর সঙ্গে অকপটে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।

রুনা বলেন, “২০০৫ সাল থেকে আজ পর্যন্ত পেশাদার শিল্পী হিসেবে কাজ করছি। আমি যেসব কাজ করেছি, তা নিজের মনের মতো বেছে নিয়েই করেছি। অন্যদিকে, অনেক নারী সহকর্মীর ক্যারিয়ার গড়ে উঠেছে পরিচালকের সঙ্গে সম্পর্ক কিংবা ব্যক্তিগত সুবিধার বিনিময়ে। আমি এসবের বাইরে থেকেও নিজের জায়গা তৈরি করেছি—এটাই অনেকের সহ্য হচ্ছে না।”

সম্প্রতি একটি সাহসী ফটোশুটে অংশ নেওয়ার পর তার পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে। রুনা এই বিতর্কে স্পষ্ট করে বলেন, “কাপড়কে অশালীন বলা যাবে না। অশালীনতা আসে কাজ থেকে, নৈতিকতা থেকে। আমাদের অনেক অভিনেত্রীর বাস্তব জীবন চূড়ান্ত অশালীন, অথচ পর্দায় তারা শালীনতার মুখোশ পরেন। পোশাক কারো ব্যক্তিত্বের মানদণ্ড হতে পারে না।”

তিনি আরও বলেন, “বোরকা যেমন একটি পোশাক, সুইমস্যুটও তাই। যে যেটা পরতে স্বাচ্ছন্দ্যবোধ করে, সেটা তার ব্যক্তিগত পছন্দ। বয়স, শরীর কিংবা সমাজের কুৎসিত দৃষ্টিভঙ্গির কারণে কেউ কী দেখাবে বা দেখাবে না—এই মানদণ্ড মেনে চলা উচিত নয়।”

ব্যক্তিগত জীবন ও পেশাদার সিদ্ধান্ত নিয়ে রুনা বলেন, “অনেকেই মনে করেন, পরিচালকের সঙ্গে প্রেম না করলে বা ঘনিষ্ঠ না হলে ভালো কাজ পাওয়া যায় না। কিন্তু আমি নিজের কাজের মাধ্যমে প্রমাণ করেছি, সে ধারণা ভুল। ক্যারিয়ার গড়তে কারো প্রেমিকা হওয়া লাগে না।”

সমালোচনার জবাব—নিজের ভাষায়, রুনা খান তার বক্তব্যে এই বিষয়টিও উল্লেখ করেন যে, পুরোনো দিনের অনেক অভিনেত্রীও সাহসী পোশাক পরেছেন, কিন্তু তখন এ নিয়ে বিতর্ক ছিল না।

“আমি তো পর্দায় শাবনূর, মৌসুমী, শাবনাজদের সাহসী রূপ দেখেছি। তারা করেছেন, বলেই আমরা সিনেমা দেখতে শিখেছি। তাহলে এখন বয়স বা পোশাক দেখে বিচার কেন?”

নিজের কাজ এবং অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী রুনা খান বলেন, “আমি কারো নাম বলছি না, কিন্তু যারা নিজে পর্দার বাইরে নানা অনৈতিক কাজে জড়ান, তারাই যখন শালীনতার বক্তা হন, তখন হাসি পায়। আমি কাজের মাধ্যমে সম্মান পেতে চাই, মুখোশ পরে নয়।”

Link copied!