• ঢাকা
  • বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২, ১৬ রবিউস সানি ১৪৪৭

হঠাৎ গুগল ট্রেন্ডিংয়ে রুনা খান, অশ্লীলতা নাকি শিল্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৭:২১ পিএম
হঠাৎ গুগল ট্রেন্ডিংয়ে রুনা খান, অশ্লীলতা নাকি শিল্প

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান আবারও আলোচনায়। তবে এবার কারণ তার অভিনয় নয়, বরং ‘সূর্য দেবী’ রূপে একটি ফ্যাশন শোতে অংশ নেওয়া এবং তা ঘিরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া।

গত ১২ সেপ্টেম্বর, সোনারগাঁয়ের শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে আয়োজিত ‘সোনায় বোনা গল্প’ ফ্যাশন শোতে অংশ নেন রুনা খান। বড় সরদারবাড়ির খিলানের সামনে র‍্যাম্পে তিনি হাজির হন এক ব্যতিক্রমধর্মী ‘কর্সেট’ পোশাকে, যেটিকে আয়োজকেরা উপস্থাপন করেন ‘সূর্য দেবী’ হিসেবে।

ফটোশুট এবং র‍্যাম্পে রুনার উপস্থিতি যেমন অনেকের কাছে ছিল সাহসী ও শিল্পসম্মত, তেমনি এক শ্রেণির নেটিজেন একে দেখছেন ‘অতি খোলামেলা’ বলে কটাক্ষ করছেন।

সামাজিক মাধ্যমে তাকে নিয়ে তৈরি হয় আলোচনা-সমালোচনার ঝড়। কেউ বলছেন, “শিল্পের নামে অশ্লীলতা নয়”, আবার কেউ বলছেন, “এই লুকে রুনা খান অনন্য—সাহসিকতার নতুন ব্যাখ্যা দিলেন।”

এই বিতর্কিত ফ্যাশন উপস্থিতির পর রুনা খান হঠাৎ করেই উঠে আসেন গুগল ট্রেন্ডিং তালিকায়। হাজার হাজার মানুষ সার্চ করেন “রুনা খান সূর্য দেবী” বা “Runa Khan fashion show”।
এ যেন নেতিবাচক আলোচনার মাঝেও জনপ্রিয়তার আরেক প্রমাণ।

উল্লেখ্য, ফ্যাশন শো ‘সোনায় বোনা গল্প’ যৌথভাবে আয়োজন করে ‘আমি ঢাকা’ ও ‘বি হিয়ার নাউ’। রুনা খান ছাড়াও আরও অনেক মডেল এবং শিল্পী অংশ নেন এই আয়োজনে, যেখানে পোশাকের নান্দনিকতা ও শিল্পচেতনার মিশেল দেখা গেছে। তবে সব আলোচনার কেন্দ্রে চলে আসেন রুনা খান।

টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা রুনা খান ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একাধিক চলচ্চিত্রে। ‘হালদা’ ছবিতে অভিনয় করে তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী) এবং বাচসাস পুরস্কার। ‘ছিটকিনি’ ছবিতে অভিনয়ের জন্য পান মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার (শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী)। ‘গহীন বালুচর’ সহ আরও কিছু ছবিতে তার অভিনয় হয়েছে প্রশংসিত।

Link copied!