• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

রাবি ও কিয়াংপুক ন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৭:১৩ পিএম
রাবি ও কিয়াংপুক ন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উৎকর্ষ সাধনে সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ কোরিয়ার কিয়াংপুক ন্যাশনাল ইউনিভার্সিটির কলেজ অব ভেটেরিনারি মেডিসিনের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে রাবির পক্ষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং কিয়াংপুক ন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-ডিন অধ্যাপক ম্যান হি রি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণাসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হবে।

এসময় অন্যান্যদের মধ্যে রাবি উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. জালাল উদ্দিন সরদার, অফিস অব দি ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্সের সহকারী পরিচালক ড. শামস মুহা গালিব এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Link copied!