• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

অনির্দিষ্টকালের জন্য জবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ০৪:৪৩ পিএম
অনির্দিষ্টকালের জন্য জবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ

অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে পরিক্ষাও স্থগিত করা হয়েছে। সারা দেশে তীব্র তাপদাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এক সাধারণ সভায় এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, “সকল শিক্ষার্থী গরমের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে। ঢাকায় প্রচণ্ড গরম থাকার কারণে অনেক শিক্ষার্থী দূর থেকে ক্লাস করতে আসতে পারছে না। সবার কথা বিবেচনা করে তাদের কষ্ট লাঘবের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন চলতি সপ্তাহে ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া পরীক্ষা বন্ধ থাকবে। বন্ধ থাকা পরীক্ষা রিশিডিউল করা হবে।”

এদিকে তীব্র তাপদাহের কারণে সারা দেশে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে এই সতর্কবার্তা জারি করেছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম পরবর্তী ৭২ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেন। এর আগে এ মাসে তিন দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস বলছে, চলমান তাপপ্রবাহে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চলমান থাকবে তাপপ্রবাহ। রাজধানীতে দুপুরের পর থেকে তাপমাত্রা বাড়বে।

এতে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় শুধু সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের দু-এক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বৃষ্টিও স্বস্তিদায়ক হবে না।

Link copied!