• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

সীতাকুণ্ডের সেই বিএম কনটেইনার ডিপোতে আগুন


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২, ০৩:৫৮ পিএম
সীতাকুণ্ডের সেই বিএম কনটেইনার ডিপোতে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা সোয়া ৩টায় ডিপোর একটি ঝুটের শেডে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিএডি আ. হামিদ মিয়া জানান, ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বিকেল পৌনে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এর আগে চলতি বছরের জুনে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ অর্ধশত লোক পুড়ে মারা যান।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!