নওগাঁর সাপাহারে আইহাই ইউনিয়নের মালীপুর খালের ওপর নির্মাণ করা কালভার্টটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। কালভার্টের বিভিন্ন স্থানে দেখে দিয়েছে ফাটল, ভেঙে পড়েছে রেলিং।
জানা যায়, প্রায় ৩৫ বছর আগে মালীপুর ভালকিডাঙ্গা একটি খালের ওপর ইটের গাঁথুনি ওপরে ছাদ দিয়ে এই কালভার্ট নির্মাণ করা হয়। গত পাঁচ ছয় বছর আগে কালভার্টের দুই পাশের রেলিং ভেঙে পড়ে যায়। পরে নিচের অংশে ইটের গাঁথুনিতে মারাত্মক আকারের ফাটল ধরে। গত এক বছরে মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশার কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। দিন দিন ঝুঁকি আরও বাড়ছে। আর এই ঝুঁকি নিয়েই কালভার্ট দিয়ে যাতায়াত করছে ইউনিয়নের প্রায় ১২ হাজারের বেশি মানুষ।
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন, তারেক রহমানসহ কয়েকজন বলেন, কালভার্টটি বেহাল অবস্থায় প্রায় দীর্ঘ পাঁচ ও ছয় বছর ধরে রয়েছে। বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। অনেকবার ছোট ছোট দুর্ঘটনা ঘটেছে। তাই দ্রুত নতুন একটি কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু মাস্টার বলেন, ইউনিয়নের উত্তর অংশের অধিকাংশ লোকজন এই ব্রিজ দিয়ে চলাচল করে। বর্তমানে কালভার্টটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। রেলিং না থাকায় প্রায় সময় দুর্ঘটনাও ঘটছে। কালভার্টটি নতুন করে নির্মাণের জন্য এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।”
উপজেলা প্রকৌশলী তাহাজ্জুদ হোসেন বলেন, “ওই স্থানে নতুন করে কালভার্ট নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।”
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    


































