• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

মুশফিকের র‍্যাঙ্কিংয়ে উন্নতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৩, ০৫:৫৭ পিএম
মুশফিকের র‍্যাঙ্কিংয়ে উন্নতি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টানা দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। শুরুতেই আয়ারল্যান্ড বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার লিটন কুমার দাস ও তামিম ইকবাল খান স্বাভাবিক গতিতে রান তুলতেই হিমশিম খাচ্ছিলেন।

তবে মুশফিকুর রহিমের টর্নেডো সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে ৩৫০ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। এটাই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

৬০ বলেই সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক। বাংলাদেশের হয়ে যেটি এখন দ্রুততম। মুশফিক ভেঙেছেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রেকর্ড। ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক। শেষ পর্যন্ত মুশির তাণ্ডবে ৫০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ছয় উইকেট হারিয়ে ৩৪৯ রান।

আইরিশদের বিপক্ষে দুই ম্যাচেই ভালো খেলেছেন মুশফিক। প্রথম ওয়ানডেতে ২৬ বলে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও ৬০ বলে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন।

ব্যাট হাতে সফল মুশফিকের র‌্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে। চার ধাপ এগিয়ে ব্যাটারদের মধ্যে ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি। এদিকে, দেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতায় তিন ধাপ পিছিয়েছেন তিনি।

Link copied!