• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

মেসির পেনাল্টি ঠেকিয়ে রেকর্ডবুকে সেজনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০২:১৯ এএম
মেসির পেনাল্টি ঠেকিয়ে রেকর্ডবুকে সেজনি

বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ পোল্যান্ড। পোলিশদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলেই মনোযোগী লিওনেল মেসির আর্জেন্টিনা। ৩৮তম মিনিটেই এগিয়ে যেতে পারতো আলবিসেলেস্তারা। মেসি পেনাল্টি মিস করায় এগিয়ে যাওয়া হয়নি। ওই শট ঠেকিয়ে রেকর্ডবুকে উঠে গেছেন পোল্যান্ডের গোলরক্ষক সেজনি।

কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত পেনাল্টি থেকে কোনো গোল হজম করেননি সেজনি। তার বিপক্ষে নেওয়া দুইটি পেনাল্টি শটের কোনোটি থেকেই হয়নি গোল। আর্জেন্টিনা ম্যাচের আগে সৌদি আরবের বিপক্ষেও পেনাল্টি ঠেকান তিনি।

এবার আর্জেন্টিনার বিপক্ষেও বাঁচালেন দলকে। মেসির নেওয়া শট একহাত দিয়ে ঠেকিয়েই নায়ক বনে যান সেজনি। এতেই বিশ্বকাপের এক আসরে দুইটি পেনাল্টি ঠেকানো তৃতীয় গোলরক্ষক হলেন সেজনি।

এর আগে আরও দুইজন গোলরক্ষক বিশ্বকাপের এক আসরে দুইটি পেনাল্টি ঠেকানোর কৃতিত্ব দেখিয়েছেন। তাদের একজন সেজনির স্বদেশি জান টমাসজেউস্কি ও যুক্তরাষ্ট্রের ব্রাড ফ্রাইডেল। টমাসজেস্কি ঠেকিয়েছিলেন ২০০২ সালে আর ফ্রিয়েডেল ঠেকিয়েছিলেন ২০০২ সালে।

মেসির এই পেনাল্টি পাওয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। গোল আটকাতে গিয়ে মেসিকে ফাউল করেছিলেন সেজনি। ভিএআর দেখে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। তবে ভিএআরের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে অনেককেই।

এর পরে প্রথমার্ধে আরও একবার আর্জেন্টিনাকে হতাশ করেছিলেন সেজনি। আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজের নেওয়া শট আটকিয়ে দিয়েছিলেন তিনি।

Link copied!