• ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২,
  • ২ জমাদিউস সানি, ১৪৪৭

রামপুরায় পুলিশ বক্স ও মোটরসাইকেলে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০১:২৬ পিএম
রামপুরায় পুলিশ বক্স ও মোটরসাইকেলে আগুন

রাজধানীর রামপুরায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ১০ থেকে ১২টি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।

বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে রাস্তায় নেমে আসে। পুলিশ তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে এবং তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। সংঘর্ষে পুলিশের টিয়ারশেলের জবাবে ইট-পাটকেল নিক্ষেপ করছেন শিক্ষার্থীরা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!