কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড ‘প্রতারণামূলক প্যাকেজ’: নাহিদ ইসলাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১২:৫৪ পিএম
কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড ‘প্রতারণামূলক প্যাকেজ’: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডকে প্রতারণামূলক প্যাকেজ বলে সমালোচনা করেছেন। তিনি বলেন, এসব কার্ডের প্রলোভন দেখিয়ে জনগণকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, যা দেশের প্রকৃত সমস্যার সমাধান নয়। তাঁর মতে, বর্তমান অর্থনীতির পুনরুজ্জীবনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড নয়।

সোমবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি প্রার্থী মাহবুব আলমের পক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম জানান, ঋণখেলাপি ও লুটেরাদের বিচার না হলে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়া সম্ভব নয়। এনসিপির নির্বাচনী ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নারী নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তাহাজ্জুদ-ভোট আহ্বানের আড়ালে ভোটকেন্দ্র দখল ও জালিয়াতির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন।

নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির ভোটকে উৎসবমুখর করতে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ভোটকেন্দ্র নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান জানান। কোনো বাধা বা ষড়যন্ত্র হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, গণমাধ্যমকে আবার দলীয় প্রভাবে ঠেলে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ৫ আগস্টের আগে অনেক মিডিয়া ফ্যাসিবাদের পক্ষ নিলেও জনগণের রক্তের বিনিময়ে দেশ মুক্তি পেয়েছে। সভায় লক্ষ্মীপুর-১ প্রার্থী মাহবুব আলমসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Link copied!