সরকার গঠনের সুযোগ পেলে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে: জামায়াত আমির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১২:১৪ এএম
সরকার গঠনের সুযোগ পেলে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে: জামায়াত আমির

 


সরকার গঠনের সুযোগ পেলে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দুর্নীতিবাজদের এমনভাবে প্রতিহত করা হবে, যাতে তারা আর জনগণের অর্থ আত্মসাৎ করতে না পারে।

সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, তিনি এসেছেন বিগত সময়ে নির্যাতনের শিকার হওয়া মানুষদের স্মরণ করতে। একই সঙ্গে তিনি জনগণের কাছে প্রশ্ন রাখেন, তারা কি আবার নতুন কোনো ফ্যাসিবাদ দেখতে চান। তিনি বলেন, এমন পরিস্থিতি রোধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, চুরি ও দুর্নীতি বন্ধ করা গেলে মাত্র পাঁচ বছরের মধ্যেই দেশের চেহারা বদলে দেওয়া সম্ভব। তাঁর ভাষায়, যারা জনগণের অর্থ আত্মসাৎ করেছে, তাদের কাছ থেকে সেই অর্থ আদায় করা হবে।

জনসভায় ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন তিনি। এ সময় উপস্থিত জনতাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন। জনসভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির এবং ঝিনাইদহ-২ আসনে দলের প্রার্থী আলী আজম মো. আবু বকর।

এ ছাড়া ঝিনাইদহ-১ আসনের প্রার্থী এ এস এম মতিউর রহমান, ঝিনাইদহ-৩ আসনের প্রার্থী মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী আবু তালিবসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

জামায়াত আমিরের জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে দলটির নেতা-কর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। বিকেলের মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা থেকে সড়কপথে ঝিনাইদহে পৌঁছান জামায়াত আমির।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!