পারিবারিক কলহ, মানসিক চাপের কালো ছায়া

দিনে গড়ে ৪১ জনের আত্মহত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১২:১৩ পিএম
দিনে গড়ে ৪১ জনের আত্মহত্যা

প্রতিদিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মহত্যার ঘটনা অবিরাম ঘটছে। পুলিশ সদরদপ্তরের সূত্রে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সারাদেশে ১৩,৪৯১ জন আত্মহত্যা করেছেন—অর্থাৎ গড়ে প্রতিদিন ৪১ জন। ডিসেম্বর মাসের পরিসংখ্যান এখনও তৈরি না হওয়ায় সাম্প্রতিক চিত্র আরও ভয়াবহ হতে পারে।

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি)-র ২০২২-২৩ জাতীয় জরিপে দেখা গেছে, ২০২৩ সালে দেশে ২০,৫০৫ জন আত্মহত্যা করেন, যা দৈনিক গড়ে ৫৬ জনের সমান। পুলিশের হিসাবে ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১৩,৯২০ জন। এই প্রবণতা বিষণ্নতা ও মানসিক সংকটের গভীর সূচনা।

সম্প্রতি ১০টি আত্মহত্যাকারী পরিবারের সঙ্গে যোগাযোগ করে 'সমকাল' জানতে পারে, ঘটনার পেছনে প্রধান কারণ পারিবারিক কলহ, দাম্পত্য সংকট, আর্থিক ও সামাজিক চাপ, মানসিক জটিলতা ও বিষণ্নতা। দুর্ভাগ্যজনক, কেউই চিকিৎসকের সাহায্য নেননি।

গতকাল সোমবার গাজীপুরের পুবাইলে রেলক্রসিংয়ে দুই সন্তানসহ ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেন গৃহবধূ হাফেজা খাতুন মালা (৩৫)।

১৬ জানুয়ারি রাতে বড় মগবাজারে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে কলহের জেরে আত্মহত্যা করেন শম্পা আক্তার রিভা (২৬); তিনি স্বামী সুমনকে ভয়েস মেসেজে বেদনা প্রকাশ করেন।

খিলগাঁওয়ে মানসিক চাপে ব্যাংক কর্মকর্তা শাহানুর রহমান (৪৪) আত্মহত্যা করেন; স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ও ঋণের চাপ ছিল কারণ।

মিরপুরে সম্পর্কবিচ্ছেদে কলেজ ছাত্রী সানজিদা ইসলাম মিম (১৯) নিহত।

ডেমরায় শ্রমিক কোহিনুর (৪০)-এর আত্মহত্যা; পরিবারে আগেও এমন ঘটনা ঘটেছে।

১৬-১৭ জানুয়ারিতে শুধু রাজধানীতে ৬ জন আত্মহত্যা করে। এসব ঘটনা দেখায়, ছোট ঝগড়া দীর্ঘমেয়াদি বিষণ্নতায় রূপ নিচ্ছে।

ফরিদপুর মেডিকেল কলেজের মনোরোগবিদ ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, আত্মহত্যা একক কারণে ঘটে না—দীর্ঘদিনের একাধিক চাপ, ব্যক্তিত্বের দুর্বলতা (যেমন দায়িত্ববোধে অতিরিক্ত চাপ সহ্য) এবং মানসিক অসুস্থতা এর পেছনে। সময়মতো বিজ্ঞানভিত্তিক চিকিৎসা প্রতিরোধ করতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিশেষজ্ঞ ডা. তৌহিদুল হক বলেন, রাষ্ট্রীয় জীবনকাঠামোর দুর্বলতা, ন্যূনতম জীবনমানের অনিশ্চয়তা ও সামাজিক অসহযোগিতা মানুষকে একাকী করে। দুর্বল মানুষ মৃত্যুকে মুক্তি মনে করে।

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক এইচ এম শাহাদাত হোসাইন বলেন, পারিবারিক বিরোধ বা মানসিক সংকটে দ্রুত হস্তক্ষেপ, কমিউনিটি পুলিশিং, সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। জরুরিতে ৯৯৯ নম্বরে কল করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও কাউন্সেলিং পাওয়া যায়। স্বাস্থ্য ও সামাজিক সংস্থার সমন্বয়ও জরুরি।

আত্মহত্যা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া উপায় নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এটি তরুণ মৃত্যুর দ্বিতীয় বড় কারণ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!