মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে দুই বাংলাদেশি কিশোর আহত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ায় নাফ নদীসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজর পাড়ার মোহাম্মদ তোফায়েলের ছেলে মোহাম্মদ সোহেল (১৩) ও একই এলাকার মো. ইউনুছের ছেলে ওবায়দুল্লাহ (১৫)। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সকালে তারা নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিল। এ সময় সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে ওপার থেকে আসা গুলি নাফ নদী পেরিয়ে এসে ওই দুই কিশোরের শরীরে লাগে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে উখিয়ার হাসপাতালে নেন, পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় দুই কিশোর গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর বিজিবি ঘটনাস্থল ও আশপাশের এলাকায় টহল জোরদার করেছে। তিনি বলেন, মিয়ানমারভিত্তিক বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষের গুলিই নাফ নদী পেরিয়ে বাংলাদেশি কিশোরদের আহত করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
এর আগে গত ১১ জানুয়ারি একই হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে আফনান নামে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়। ওই সময়ও সীমান্তের ওপারে দীর্ঘসময় ধরে গোলাগুলির শব্দ শোনা যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। ধারাবাহিক এসব ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।






























