• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

রোদে ফোন গরম হলে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ০৩:০১ পিএম
রোদে ফোন গরম হলে যা করবেন

তীব্র গরমে মানুষের যেমন হাঁসফাঁস অবস্থা, তেমনি হাতের স্মার্টফোনেরও অবস্থা বেশ খারাপ। স্বাভাবিকভাবে স্মার্টফোন ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে। তবে স্ট্যান্ডবাই মোডেও যদি ফোনটি ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়, তবে বুঝবেন এটি স্বাভাবিক নয়।

তাপপ্রবাহের জেরে অনেকেরই স্মার্টফোন গরম হয়ে যাচ্ছে। গরমে প্রায় সবার ফোনই কমবেশি গরম হচ্ছে। তবে ফোন ঠান্ডা রাখার জন্য কয়েকটি উপায় অবলম্বন করা যেতে পারে।

ফোনে সরাসরি রোদ লাগানো থেকে বিরত থাকুন। সরাসরি রোদ লাগলে ফোন যেমন গরম হবে তেমনি ব্যাটারি খারাপ হওয়ার সম্ভাবনাও বেশি। যদি বেশি সময় ফোন ব্যবহার করেন, সে ক্ষেত্রে ফোনের ব্যাক কাভার খুলে রাখুন।

এ ছাড়া ফোনে যেসব অ্যাপ বেশি ব্যবহার করেন, সেগুলো বন্ধ রাখার চেষ্টা করুন। না হলে সেই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে ফোন গরম হওয়ার সম্ভাবনা থাকে।

অনেক সময় ফোনের সার্কিটে কোনো সমস্যা থাকলে ফোন গরম হতে পারে। সে ক্ষেত্রে সমস্যা ঠিক কোথায়, তা আগে নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে মেকানিক্যাল দেখাতে পারেন। তবে অবশ্যই ফোন ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন। 

Link copied!