ডেঙ্গু বর্তমানে একটি ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডেঙ্গুর প্রধান বাহক হলো এডিস মশা। এটি দিনের বেলায় কামড়ায় এবং সাধারণত পরিষ্কার পানি জমে থাকা জায়গায় বংশ বিস্তার করে। অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন কিছু ভুল করি, যার কারণে এডিস মশার বংশ বিস্তার বাড়ছে। এই অসচেতনতা শুধু নিজেদেরই নয়, আশপাশের মানুষদের জীবনও ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। জানেন কি, কোন ভুলগুলো এডিস মশার বিস্তারে সহায়ক হচ্ছে?
পানি জমে থাকা উপেক্ষা করা
এডিস মশা মূলত পরিষ্কার ও স্থির পানিতে ডিম পাড়ে। বাড়ির আশেপাশে থাকা যেকোনো পাত্রে, যেমন—ফুলের টব, বাতিল টায়ার, ফ্রিজ বা এসির নিচের পানি, ছাদের পানি নিষ্কাশন পাইপ, ড্রাম, বালতি বা পানির ট্যাংক এসব জায়গায় যদি পানি জমে থাকে, তাহলে তা এডিস মশার জন্য আদর্শ প্রজননস্থল হয়ে ওঠে। আমরা অনেকেই এসব জায়গার দিকে নিয়মিত নজর দিই না, ভাবি সামান্য পানিতে কী হবে—এই ভুল চিন্তাই মশার বিস্তারে সহায়তা করে।
সময় না দেওয়া
প্রতিরোধমূলক সচেতনতায় বলা হয়, “সপ্তাহে একদিন অন্তত ১০ মিনিট সময় দিন, আশপাশ পরিস্কার করুন।”কিন্তু ব্যস্ততার অজুহাতে আমরা সেটা করি না। অথচ এডিস মশার জীবনচক্র মাত্র ৭–১০ দিনের! অর্থাৎ প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্নতা করলেই মশার ডিম ফুটে বড় হওয়ার সুযোগ পায় না।
ব্যবহৃত পাত্র খোলা অবস্থায় ফেলে রাখা
প্লাস্টিক বোতল, ভাঙা হাঁড়ি-পাতিল, ব্যবহার না করা বালতি, কৌটাসহ বিভিন্ন জিনিস অনেক সময় খোলা অবস্থায় বাইরে ফেলে রাখি। বৃষ্টির পানিতে এগুলোতে পানি জমে যায় এবং অজান্তেই তা এডিস মশার ডিম পাড়ার জায়গায় পরিণত হয়।
এই ছোট অথচ মারাত্মক ভুলের কারণে হাজার হাজার মশা জন্ম নিতে পারে।
ঘরের ভেতরে পর্যাপ্ত আলো-বাতাস না রাখা
এডিস মশা দিনের বেলা ঘরের কোণ, পর্দা, পোশাকের পেছনে বা অন্ধকার জায়গায় লুকিয়ে থাকে। অনেকেই দিনের বেশিরভাগ সময় ঘরের জানালা বন্ধ রাখেন, স্যাঁতসেঁতে আবহাওয়া তৈরি হয়। ফলে মশা সহজেই বাসা বাঁধে। প্রতিদিন কিছুক্ষণ দরজা-জানালা খুলে আলো ও বাতাস ঢুকতে দিন। এতে মশা পালাবে।
মশারি ও মশকনাশকের ব্যবহার না করা
অনেকেই ভাবি, দিনের বেলায় মশারি লাগবে না বা মশার স্প্রের খুব দরকার নেই। কিন্তু এডিস মশা সক্রিয় থাকে সকাল ও বিকেলের দিকে। তাই দিনে মশারি ব্যবহার করা, স্প্রে করা বা ইলেকট্রিক মশা নিধন যন্ত্র ব্যবহার করাও গুরুত্বপূর্ণ।
গাছের পাতায় জমে থাকা পানি ভুলে যাওয়া
অনেকের বাড়িতে শখের বাগান থাকে, কিন্তু সেই গাছের পাতায় বা ফুলের টবের থালায় পানি জমে থাকা নজরে পড়ে না। এমনকি বাড়ির ছাদে বা ব্যালকনিতে জমে থাকা পানি থেকেও এডিস মশা জন্মাতে পারে। গাছ আছে মানেই যত্নও লাগবে। পানি জমছে কি না, সেটাও খেয়াল রাখতে হবে।
পরিচ্ছন্নতা উপেক্ষা করা
শুধু নিজের বাড়ি পরিস্কার রাখলেই যে এডিস মশা ঠেকানো যাবে তা নয়। পাশের ফাঁকা জমি, ড্রেন, প্লট বা নির্মাণাধীন ভবন যদি নোংরা থাকে, সেখান থেকেও মশার জন্ম হতে পারে। সচেতন নাগরিক হিসেবে পাড়া বা কমিউনিটির পরিচ্ছন্নতার দিকেও আমাদের নজর দেওয়া উচিত।
মনে রাখবেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকার নয়, প্রতিটি মানুষের সচেতনতাই সবচেয়ে কার্যকর অস্ত্র। আমাদের অসচেতনতা পুরো এলাকার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন