• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

শিশু একগুঁয়ে আচরণ করলে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৬:৫০ পিএম
শিশু একগুঁয়ে আচরণ করলে যা করবেন
ছবি: সংগৃহীত

শিশুরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আচরণে নানা পরিবর্তন হয়। কখনে কখনো শিশু একগুঁয়ে আচরণ করে। যেকোনো বিষয়ে জেদ করে। মা-বাবা যে নির্দেশনায় দিক না কেন, সে তার মতই করে। এভাবে জেদ করলে তার মানসিক বিকাশে বাধাগ্রস্ত হয়।

তাই শিশুর আচরণ একগুঁয়ে হলে মা বাবার আচরণগত সতর্কতার প্রয়োজন। বিরক্ত না হয়ে ধৈর্য নিয়ে তাকে সামলাতে হবে। চলুন, জেনে নিই শিশু একগুঁয়ে আচরণ করলে কী করবেন-

  • অনেকে আছে শিশু জেদ করলে মা-বাবাও জেদ করে। তার সঙ্গে বাজেভাবে কথা বলে। তাকে ভয় দেখায়। এটা করা ঠিক না। এতে তার জেদ বেড়ে যাবে। তাই শিশু যতই জেদ করুক না কেন আপনি নিজের মাথা ঠান্ডা রেখে তাকে বুঝান। তাকে মারধের না করে ভুল জিনিসের জন্য জেদ করার পরিণাম ব্যাখ্যা করুন। তাকে এটা উপলব্ধি করাবেন যে কখনোই তার জেদ পূরণ করবেন না।
  • ধৈর্যহারা না হয়ে শান্তভাবে তাকে বোঝান। তার সঙ্গে আপনিও জেদ করলে তার জেদ বরং বেড়ে যাবে। তাই শান্ত থাকুন।
  • অনেকে শিশু জেদ করলে অধৈর্য হয়ে তাকে তার চাওয়া জিনিস তাকে দিয়ে দেন। এতে শিশু আরও বেশি একগুঁয়ে হয়ে ওঠে। সে বুঝে যায় যে জেদ করলেই যা চাওয়া হবে সেটা পাওয়া যাবে। তাই জেদ করলেই যেটা তাকে দেওয়ার না সেটা দেওয়া যাবে না। এ ক্ষেত্রে শিশুর আচরণ সংশোধন করা ও সীমানা নির্ধারণ করা জরুরি।
  • যেকোনো বিষয়েই তাকে বাধা দেবেন না। যেটা তার জন্য ক্ষতিকর সেটাতেই বাধা দিন। ছোট ছোট বিষয়ে শিশুদের বাধা দিলে আপনার গুরুত্বপূর্ণ কথা না মানতে জেদ করবে। তাতে তার ক্ষতিই হবে। মাঝেমধ্যে কাজে উৎসাহিত করার জন্য তাকে উপহার দিন। তাতে সে ভালো কাজে অনুপ্রাণিত হবে।
  • তাকে যা করতে বলছেন আপনিও তা করুন। শিশুরা অনুকরণপ্রিয়। আপনাকে দেখেই হয়তো সে শিখবে। তাই তাকে যা নির্দেশ করবেন আপনিও তা করুন। 
Link copied!