• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সাদা কাপড় ধবধবে রাখার উপায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩, ০২:৩৪ পিএম
সাদা কাপড় ধবধবে রাখার উপায়

সাদা রঙয়ের জামাকাপড় পছন্দ অনেক মানুষের। কিন্তু নতুনের মতো ঝকঝকে সাদা রং ধরে রাখাটাই মুশকিল হয়ে পড়ে বেশিরভাগ সময়। পরিষ্কার করার নিয়ম জানা না থাকার কারণে কিছুদিন পরার পর ফেলে রাখতে হয়। তাহলে চলুন আজ জেনে নেব হাতের কাছে থাকা কিছু সাধারণ জিনিস দিয়ে কীভাবে সাদা পোশাক নতুনের মতো ঝকঝকে করা যায়-

  • সাদা কাপড় ব্যবহারের পর বাতাসে শুকিয়ে নেবেন। কারণ কাপড়ে ঘামের দাগ পড়ে গেলে সেই দাগ উঠতে চায় না।
  • সুতির সাদা কাপড় ভেজানোর আগে পানিতে ডিটারজেন্ট গুলিয়ে নিতে হয়। কাপড়ের ওপর কখনো সরাসরি ডিটারজেন্ট ঢেলে দেবেন না। এতে কাপড়ের গুণগত মান নষ্ট হয়ে যায়।
  • অনেকে সাদা কাপড়ে নীল দিয়ে থাকেন। নীল দিলে সাদা কাপড় ধবধবে হওয়ার পরিবর্তে নীলচে হয়ে যায়। নীল দেওয়ার সময় পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে।
  • সাদা কাপড় সুতির হলে ডিটারজেন্টে অনেক্ষণ ভিজিয়ে রাখা যায়। কিন্তু সাদা সিল্ক, জর্জেট, শিফন, মসলিন কাপড় বেশিক্ষণ ভেজানো যায় না। সাদা কাপড় সবসময় কড়া রোদে শুকোতে দিতে হয়। না হলে রঙের ঔজ্জ্বল্য ফিরবে না।
  • পানির সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। এর মধ্যে ডিটারজেন্টে ধোয়া সাদা কাপড় ভিজিয়ে ৩০ মিনিট রেখে দিন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। সাদা কাপড় ধবধবে হবে।
  • লেবুর রস মেশানো পানিতে সাদা কাপড় ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার ভালো করে ঘষে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • সাদা কাপড়ে দাগ লেগে গেলে দাগের ওপর লেবুর রস দিয়ে দিন। এবার ব্রাশ দিয়ে কিছুক্ষণ ঘষুন দাগ দূর না হওয়া পর্যন্ত।
  • লেবুর রস মেশানো পানিতে সারারাত কাপড় ডুবিয়ে রাখা যায়। লেবু রসের ব্লিচিং উপাদান সাদা কাপড়কে আরও সাদা করে তোলে।
Link copied!