• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

সালওয়ার কামিজে ফ্যাশন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২, ০৬:৫১ পিএম
সালওয়ার কামিজে ফ্যাশন

রোজকার পোশাকের অন্যতম সালওয়ার কামিজ । ঘরে কিংবা বাইরে, রোজ এদিক ওদিক ঘুরতে যাচ্ছেন সালওয়ার কামিজই পরা হয় বেশি। তরুণী থেকে বয়স্করা সবাই এই পোশাকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। শুধু তাই নয়, ফ্যাশনেবল সালওয়ার কামিজ বিয়ের অনুষ্ঠানেও মানানসই। পার্টিতে যাচ্ছেন, একটু ভিন্নভাবে সালওয়ার কামিজ পরে নিন। সাধারণ সালওয়ার কামিজেই অসাধারণতা ফুটে উঠবে। কিছু কৌশলে সালওয়ার কামিজ পরেই সবার নজর কাড়তে পারবেন আপনি।

  • ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, সব পোশাকেই স্টাইল করা যায়। সালওয়ার কামিজও ব্যতিক্রম নয়। কামিজের গলার অংশটা বড়-ছোট করে বানানো যায়। গলায় আকর্ষণীয় ডিজাইন দিতে পারেন। হাইনেক কিংবা ডিপ নেক নিজের কম্ফোর্ট জোন বুঝে পোশাক পরুন।
  • ডিপ নেকের কামিজের সঙ্গে গলায় চওড়া একটা হার পরে নিতে পারেন। সেই সঙ্গে কানে লম্বা ঝোলা দুল। চুল বেঁধে রাখুন। তবেই আপনার গহনা সবার নজরে আসবে।
  • সালওয়ার কামিজের নিচের দিকটাও গুরুত্বপূর্ণ। ছোট না বড় কী ধরনের বানাবেন তা ঠিক করুন। শর্ট কিংবা লং দুইভাবেই বানানো যাবে। কাপড়ের নকশা বুঝে তা বানিয়ে নিন।
  • সালওযার কামিজের সঙ্গে মানানসই জুতো পরতেই হবে। হাই হিল পরা যেতে পারে। আপনার উচ্চতা বেশি হলে ফ্ল্যাট বা নাগরা জুতোও বেশ মানাবে।
  • সালওয়ারেরও স্টাইল রাখতে পারেন। এখন বিভিন্ন ডিজাইনের সালওয়ার বানানো যায়।  চুড়িদার, সিগারেট প্যান্টসের মতো সালওয়ার বানাতে পারেন। কামিজের সঙ্গে যা মানাবে তাই পরুন।
  • কামিজের হাতাতেও এখন নানা ডিজাইন দেখা যায়। নিজের পছন্দমতো বানিয়ে নিন। কেউ লম্বা হতা পরতে পছন্দ করেন। কেউ আবার স্লিভলেস। কোন পার্টিতে পরছেন তা মাথায় রেখেই ডিজাইন সিলেক্ট করুন। তবে নকশা করে বানানোরই চেষ্টা করবেন। সাধারণ হাতা বানালে কামিজও সাধারণ মনে হবে।
  • সালওয়ার কামিজের সঙ্গে মানানসই ব্যাগ না হলে কী চলে। রঙের সঙ্গে ম্যাচিং করে লম্বা চেইনের ব্যাগ নিতে পারেন। ছোট পার্সও মন্দ লাগবে না। গর্জিয়াস কাজ বা নকশা করা সালওয়ার কামিজে ছোট পার্স নিন। আর হালকা ডিজাইনের কামিজের সঙ্গে লম্বা চেইন বা বেল্টের ব্যাগ নিলেই ফ্যাশনেবল দেখাবে।
Link copied!