• ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ জ্বিলকদ ১৪৪৬

হামলার ‘ভাইরাল’ ভিডিও নিয়ে মুখ খুললেন ভোক্তার জব্বার মন্ডল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২১, ২০২৫, ০১:২৩ পিএম
হামলার ‘ভাইরাল’ ভিডিও নিয়ে মুখ খুললেন ভোক্তার জব্বার মন্ডল
মো. আব্দুল জব্বার মন্ডল। ছবি : সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল’ হয়েছে। তবে ভিডিওটি সঠিক নয় বলে নিজেই নিশ্চিত করেছেন তিনি।

বুধবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে জব্বার মন্ডল লিখেছেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যা অনাকাঙ্ক্ষিত। এটি একটি ফেক নিউজ। এই ভিডিওর সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।”

এর আগে মো. আব্দুল জাব্বার মণ্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছিলেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক। গত ৩১ মার্চ তেজগাঁও থানায় তিনি এই জিডি করেন।

ওই সময় ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে জব্বার মন্ডল লেখেন, “আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে (জিডি নম্বর : ১৬৯৯ তারিখ: ৩১ মার্চ ২০২৫)। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো।”

Link copied!