• ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ জ্বিলকদ ১৪৪৬

নগর ভবনের চারপাশ ফাঁকা, কোথায় গেলেন ইশরাক সমর্থকরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২১, ২০২৫, ১১:৩৬ এএম
নগর ভবনের চারপাশ ফাঁকা, কোথায় গেলেন ইশরাক সমর্থকরা

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা ৭ দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকেরা। এরই ধারাবাহিকতায় এবার নগর ভবন ছেড়ে মৎস্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা।

বুধবার (২১ মে) সকাল থেকেই আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেসক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জমায়েত হন। 

এসময় স্লোগানে স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন তারা। পরে সবাই একসঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। এসময় চারদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

এদিকে বুধবার সকাল থেকে নগর ভবনের সড়ক ফাঁকা। সেখানে কোনো নেতাকর্মী দেখা যায়নি। 

সমর্থকেরা বলছেন, ইশরাকের মেয়র পদ নিয়ে রিটের আদেশ ১২টায় হওয়ার কথা। ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। 

Link copied!