• ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন দম্পতি


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৭:২৩ পিএম
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন দম্পতি

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে এক দম্পতি আহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) দুপুরে কক্সবাজার শহরের দরিয়া নগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর কক্সবাজারে প্যারাসেইলিং সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিক আহত পর্যটকদের পরিচয় পাওয়া যায়নি। ওই পর্যটক দম্পতি দুই পা এবং কোমরে আঘাত পেয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি বলেন, “দুপুরে দরিয়ানগর পয়েন্টে ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং নিয়ম অমান্য করে একসঙ্গে দুইজন নিয়ে প্যারাসেইলিং করে। এ সময় ছিটকে গিয়ে দুইজন আহত হন।”

তিনি আরও বলেন, “আমরা প্যারাসেইলিং পরিচালনার মালামাল জব্দ করেছি। তবে মালিক ও কর্মীরা পালিয়েছেন। কক্সবাজার প্যারাসেইলিং সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।”

এদিকে, ঘটনার পর প্যারাসেইলিং পরিচালনাকারীরা ওই দম্পতিকে দ্রুত সেখানে থেকে সরিয়ে নেন বলে জানা গেছে। তারা এখন কোথায় আছেন, তা জানতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি। কক্সবাজারের সব হাসাপাতাল-ক্লিনিকে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Link copied!