• ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ জ্বিলকদ ১৪৪৬

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ১০:০৫ পিএম
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে দলটি।

শনিবার (২৪ মে) রাতে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৈঠকের পর সাংবাদিকদের দলটির প্রতিনিধিরা বলেছেন, “বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি।”

প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতারা বলেন, “উনি স্পেসিফিক কিছু জানান নাই। আমরা দাবি জানিয়েছি। সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটা বিষয়ে আলোচনা হয়েছে। 

বিএনপি নেতারা জানান, নিরাপত্তা উপদেষ্টা ও দুই ছাত্র উপদেষ্টাকে বাদ দেওয়ার জন্য আজকেও তারা লিখিত বক্তব্য জমা দিয়েছেন।

এর আগে শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় বিএনপির প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!